বর্তমানে আমরা প্রযুক্তির যুগে বাস করি প্রযুক্তি আমাদের বেঁচে থাকা কে অনেক সহজ করেছে কিন্তু আমাদের কাছ থেকে আমাদের শৈশব আর ছেলে বেলা কে কেরে নিয়েছে
![]() |
নদীরচর সূর্য ডোবার বিকেল |
প্রজুক্তি তে আমরা উন্নতি উন্নতি করলেও আমাদের ছোট বেলকে আমরা হারিয়ে ফেলছি আজ আর কেউ ছোটোবেলার মতো একসাথে বন্ধুদের সাথে খেলা করে না সবাই মোবাইল মোবাইল এবং কম্পিউটার গেম এ নিজের সময় অতিবাহিত করে |
ছেলেবেলার খেলা গুলো আমরা ভুলে গেছি কেউ আর পুকুরে জল ছিটিয়ে চান করে না .বিকেলবেলা একসাথে মাঠে গিয়ে খেলা করে না যেমন -লুকোচুরি, সাতগুটি ছোয়াছুয়ি ,
![]() |
সাইকেল চাকা নিয়ে দৌড় প্রতিযোগিতা |
কেউ এখন কলা গাছের ভেলা বানিয়ে পুকুরে বা নদীতে ভেলা ভাসিয়ে ভেসে বেড়ায় না .বার্ষিক পরীক্ষার পর সবাই যে যার মতো নিজের ঘরে বসে প্রযুক্তির মাধ্যমে নিজের সময় অতিবাহিত করে কিন্তু আগের মতো বন্ধুদের সাথে পুকুর বা নদীর পারে বসে গল্পে মেতে উঠেনা |
এখন আর বাশঁ বাগানে চাঁদের আলো পরে না . জোঁনাকির আলো ঝিঁকি মিকি করে ,
![]() |
পূর্ণিমা রাতে চাঁদের আভা |
পূর্ণিমা রাতে নদীর জলে চন্দ্র জোৎসনার আভা সেই মনোরম দৃশ্য এখন আমরা খুঁজে ফিরি
প্রযুক্তি শুধু আমাদের না আমাদের ধরিত্রীর ও শৈশব কেড়ে নিয়েছে .
No comments:
Post a Comment