Monday, May 3, 2021

সমাজ ও ধর্ম

                  সমাজ ও  ধর্ম




আজব  আমাদের  এই সমাজ  এখানে   যেখানে অন্ন  বস্ত্র  বাসস্থান  এর এর থেকে  ধর্ম  আর অন্ধ বিশ্বাস  বড়ো  হয়ে দাড়ায়  , ঘরে  খাদ্য  নেই কিন্তু  আমরা ধর্মের  ব্যাপারী দের  কথা  শুনে আমরা একে ওপরের হত্যা লীলায়  মেতে  উঠি .

আমাদের  দেশের  নেতারা মানুষ  কে  বোকা  করছে  ধর্ম  আর ভাষার  বিভাজনের  মাধ্যমে আর  আমরা ও  সব  দেখছি  বুঝছি  কিন্তু  অন্ধ  আর  বোবার মতো  বসে বসে  দেখছি  . আর  রাজনৈতীক ধর্মব্যাপারী  দের  কথায়  হিংসায় মেতে উঠেছি  কাল হয়ত যার সাথে উৎসবে মেটেউঠেছি একসাতে বসে খাবার খেযেছি মেলা ঘুরেছি আজ 

কিছু  নেতা আর ধর্ম ব্যাপারী দের কোথায় হিংসায় মেতে উঠি |



আমাদের সমাজে এখনো মানুষের বিচার হয় মানুষের অর্থ ও প্রতি পত্তি দেখে তার যোগ্যতা নয় |


মানুষের কার্মসংস্থানের  জায়গায় তাকে  কিছু অর্থ দিয়ে আর কিছু বিনামূল্যে সামুগ্রী দিয়ে তাকে ভুলিয়ে রাখা |


আর মানুষ ও সেটা পেয়ে সব ভুলেযায় তার কাছে  ওই প্রাপ্তিটাই হয়ে ওঠে অনেক সে তার নিজের অধিকার এর লড়াই থেকে ক্রমশ দূরে সরেযায় আর যে সময় তার অধিকার বুঝতে পারে সেই সময় আর কিছু করার থাকেনা |



আমাদের সমাজে মানুষ অনেক ধরণের নেশা করে কেউ মাদক সেবন করে কেউ মহিলার  শরীরের নেশায় মত্ত হয়েউঠে  কিন্তু এই নেশা গুলো হয়তো একসময় ছাড়ানো যায় কিন্তু ধর্মের যে নেশা সেই নেশা যা আমাদের সমাজে আফিমের থেকেও ভয়ংকর আর এই নেশা থেকে নেশামুক্তি হয়তো কোন দিন সম্ভব না 


মৃত্যূ তেই এর শেষ এর কোন পরিসমাপ্তি নেই |


যদি তুমি মানুষের থেকে তার ধর্ম শেষ করতে চান তো সে তোমাকেই তার ধর্ম বানিয়ে নেবে  |


এই সমাজ  যতই শিক্ষীত হয়না কেন সবার চোখ রাজনৌতিক নেতা ধর্মেরব্যাপারী  রা কালো ফিতে দিয়ে বেঁধে রেখেছে |

আমাদের অপেক্ষা করতে হবে কোনোদিন হয়তো কোন  আগন্তুক আগন্তুক নীলকণ্ঠ পাখি এসে আমাদের চোখের এই কালো ফিতে  খুলে নিয়ে নিয়ে আমাদের আবার নতুন সূর্য্য দেখাবে 


সেই আশাতেই আমরা এক একটা দিন গুনছি |



No comments:

Post a Comment