Saturday, May 1, 2021

বিদায়

                      বিদায় 



যাবার  বেলা  শেষ  কথাটি যাও বলে 

কোনখানেতে  মন লুকাব দাও বলে |

       চপল লীলা ছলনা ভোরে 

      বেদনঃ  খানি আড়াল করে 

যে বাণী তব হয়নি বলা নাও বলে 

হাসির বাণে হেনেছো কত শ্লেষ কথা 

নয়ন জলে ভরো আজি শেষ কথা 

  হায়রে অভি মানিনী নারী 

  বিরহ হলো দ্বিগুন ভারী 

  দানের ডালি ফিরিযে 

  নিতে চায় বলে ||

No comments:

Post a Comment