Friday, April 30, 2021

হালিশহর নাম করণের ইতিহাস

 হালিসহর পশ্চিমবঙ্গ  রাজ্যের  উত্তর  24 পরগনা  জেলার  একটি  পৌরসভা  অঞ্চল  | 

                               হালিশহর প্রবেশদ্বার 


এটি 23 টি  ওয়ার্ড  নিয়ে  গঠিত  2 লক্ষ  জনসংখা  নিয়ে গঠিত  হুগলী নদীর  তীরবর্তী  একটি  প্রাচীন  জনপদ 

হালিশহর  গঙ্গার তীর 


নামকরন  :- প্রাচীন  কালে  এই  শহর  এর  নাম  ছিল কুমারহট্ট  | কুমারহট্ট  কথার  অর্থ  হলো  কুমার  দের  হাট প্রাচীন কালে  এখানে  কুমার  দের  খুব  বড়ো  হাট বসত  সেই  থেকেই  কুমারহট্ট  নাম করুন |


হাবিলিসহর : হাবিলী  কথার অর্থ হল বিরাট অট্টালিকা  | এই  জনপদে অনেক  বড় বড়  আট্টালিকা থাকায় এই শহর এর নাম হয় হাবিলিসহর | এই হাবিলীশহর অপভ্রংশ হয়ে হালিসহর নাম হয় |



No comments:

Post a Comment