কৈলাস পর্বত তিব্বতি পর্বত মালার একটি অংশ বা চূড়া .ইটা এশিয়ার সিন্ধু, শতুদ্রু , আর ব্রহ্মপুত্র নদির উৎস এই পর্বত কে হিন্দু, জৈন্য, বৌদ্ধ ধর্মের তীর্থস্থান হিসেবে গণ্য করা হয় .
কৈলাস পর্বতের কাছেই তিব্বতের মানস সরবর এবং রাক্ষস তল অবস্থিত .
উচ্চতা : 6638 (৬৬৩৮) মিটার
উপত্তকা :1319(১৩১৯ ) মিটার
প্রদেশ : তিব্বত চীন (হিমালয় )
নামকরণ : সংষ্কৃত কেলাস কথা থেকে কৈলাস কৈলাস কথাটির উৎপত্তি .কৈলাস বরফে ঢাকা দেখে মনে হয় স্ফাটিক .
তীব্বতি ভাষায় এর নাম গাঙ্গ রিনপোচে .এর অর্থ বরফের রত্ন .
হিন্দু ধর্ম ও কৈলাস পর্বত : হিন্দু ধর্ম মতে এটা শিবের বাসস্থান .
স্থানীয় কথাই কৈলাস পর্বতে মানুষের বার্ধক্যে দ্বিগুন হারে বৃদ্বি পায় .
No comments:
Post a Comment