জারোয়া আদিবাসী হল ভারতীয় দ্বীপপুঞ্জের আন্দামান দ্বীপ এর এক প্রাচীন জাতী . তাদের জনসংখা আনুমান করা হই 360-500 জন .জারোয়া আদীবাসী জাতী সাধারনতো বাইরের জনজাতীর সাথে সাথে মেলামেশা এরিয়ে চলে .জারোয়া হল একটি মনোনীত তফসিলি উপজাতি.
বংশ ও পরিচিতি : জারোয়া হল জাঞিল উপজাতির বংশধর হাজার হাজার বছর আগে আফ্রিকা থেকে আসা প্রথম উপজাতী হিসেবে এদের পরিচিতি.
জীবিকা : জারয়া আদিবাসী দের হল শিকার করা. এবং সামুদ্রিক জীব মাছ এবং কাকরা এবং পশু পাখি শিকার করে জীবীকা ধারন করে .
পর্যটনের প্রভাব : মুল সমস্যা হল কিছু পর্যটকেরা জারয়া দের ছবি , তুলতে চায় এগুল বেয়াইনি.
জীবন য়াত্রা : এরা বিভিন্ন উৎসব পালন করে. কাঠের গুরি দিয়ে বালতি, মধুর পাত্র , বেথের ঝুরি মাছ ধরার জাল বানায়, .
বাশ কাঠ লাতাপাতা দিয়ে ঘর বানায়
No comments:
Post a Comment